Category: love song

Jibon Re is the song from the movie Prem Amar 2. Lyrics were written By Ritam Sen. Music is Composed by Savvy. This song is sung by Arindom and The official trailer of the film was released by SVF. These Innovative Ideas Are Beyond Awesome Creative things.

Also, check Prem Amar 2 Video Songs

  • Singer-Arindom
  • Music -Savvy
  • Lyrics -Ritam Sen

Jibon Re Lyrics

ও জীবন রে তুই ছাড়িয়া যাস না মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।

ভাবতে পারছি না তুই ছাড়া
খুঁজছে তোকে সব চিন্তারা (x2)
সব খালি খালি লাগে সবসময়
কেন শুধু শুধু বল কষ্ট হয়
তোকে পাবো না ভেবে করছে ভয় আমার ।

বল কি দোষ করেছি ?
এই নে দু’কান ধরেছি
আজ ক্ষমা করে দে আমায়..

ও জীবন রে ছাড়িয়া যাস না মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।

কান্না পাচ্ছে খুব শোন না তুই
স্বপ্নে দিলে ডুব, তোকে ছুঁই
কেন চলে গেলি দূরে জানি না
মন খুঁজে খুঁজে ফেরে ঠিকানা
তোকে ছাড়া কেন প্রাণ বাঁচে না আমার
সব খালি খালি লাগে সবসময়
কেন শুধু শুধু বল কষ্ট হয়
তোকে পাবো না ভেবে করছে ভয় আমার ।

বল কি দোষ করেছি ?
এই নে দু’কান ধরেছি
আজ ক্ষমা করে দে আমায়..

ও জীবন রে ছাড়িয়া যাস না মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।

If you are geek guys and you’d like to watch the Prem Amar 2 movie online on your smartphone, it is available on Zee 5. Xiometry has a nice article telling about the features of Zee 5 & other top streaming services of India. You can check that if you want. If you like reading books then this movie will be interesting for you.

Follow my blog with Bloglovin

Also, Click Here to Watch Top Rated Movies:

  • axemoives – HD Movies Free Download in a single click.
  • naarockers – is one of the New Site to Download Latest Telugu Movies For Free.
  • datamaza – Best Site to Download For South Indian Movies.
  • india4movies – You can download all the latest Movies.
  • filmizilla – Here you Can Free to watch Best top rated movies in Online
Read Full Article

Parate Majhraate is the song from the movie Prem Amar 2. Lyrics were written By Fuad. Music is Composed by Fuad. This song is sung byImran Mahmudul.

Also, check Prem Amar 2 Video Songs

  • Singer– Imran Mahmudul
  • Music – Fuad
  • Lyrics – Fuad

Nitol Paaye  lyrics

মন ভাবে তারে, এই মেঘলা দিনে ।
শীতল কুয়াশাতে, তার স্পর্শে । (×2)

তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে ।

চাঁদের অধর যেন
তোমার হাসির মাঝে ।
সোনালী আবেশ কবে
সাগর ধারে ।
হৃদয়ের মাঝে কবে
বেঁধেছিলে বাঁধন ।
কালো বাসা তবে কেন
মনের অগোচরে ।

তুমি কি আমায় বন্ধু
আজ কেন বোঝোনি ।
তুমি কি আমায় বন্ধু
কেন ভালোবাসোনি ।

তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে ।

Also, Read about movie download websites:

Read Full Article

Mon is the song from the movie Jamai Badal . Lyrics were written By Ritam Sen. Music is Composed by Jeet Gannguli.This song is sung by Jubin Nautiyal & Neha Karode.

Also, check Jamai Badal Video Songs

  • SingerJubin Nautiyal & Neha Karode
  • Music – Jeet Gannguli
  • Lyrics – Ritam Sen

Mon Song Lyrics

এই মন অচেনাকার খোঁজ বোঝেনা

দলছুট ঠিকানায়তোলপাড় অজানায়

হাত বাড়িয়ে চাঁদটা কে ছুঁই

সঙ্গে থাকিস প্রেম মানে তুই

ভুলিয়ে দে পথ চেনা

তোকে ছাড়া দিশেহারা ইচ্ছেডানা

চল হাঁটি একসাথে আলো ঝলমলে ফুটপাতে,

চল হাঁটি একসাথে আলো ঝলমলে ফুটপাতে,

এক পলকে চাঁদটা কে ছুঁই

সঙ্গে থাকিস প্রেম মানে তুই

হাত বাড়িয়ে চাঁদটা কে ছুঁই

 

সঙ্গে থাকিস প্রেম মানে তুই

 

Also, Read about movie download websites:

Read Full Article

Toke Chara is the song from the movie Jamai Badal . Lyrics were written By Ritam Sen. Music is Composed by Jeet Gannguli.This song is sung by Jubin Nautiyal.

Also, check Jamai Badal Video Songs

  • Singer– Jubin Nautiyal
  • Music – Jeet Gannguli
  • Lyrics – Ritam Sen

    Toke Chara Lyrics

তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়

তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয় (x2)

সারা রাত ধরে মায়া বন্দরে তোর ঠিকানা

খুঁজে খুঁজে আশ মেটে না

তোকে ছাড়া দিন কাটে না

সুর কাটে তাল লাগে না

তোকে ছাড়া ভাললাগে না

তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়

তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়

মিছি মিছি কিছু মিছু খুনসুটিতোর আমার

মেঘেদের কলরবে স্কুল ছুটিবৃষ্টি নামায়

ডাক নামে ডেকে ওঠে চুপিসারেপ্রিয় পিছুটান

স্বপ্নের অক্ষরে ডানা মেলেঅবাক ওড়ান..

তোকে অন্য নামে ডাকতে ইচ্ছে হয়

তোর গন্ধ মেখে থাকতে ইচ্ছে হয়

হা.. সারা রাত ধরে মায়া বন্দরে তোর ঠিকানা

খুঁজে খুঁজে আশ মেটে না

তোকে ছাড়া দিন কাটে না

সুর কাটে তাল লাগে না

তোকে ছাড়া ভাললাগে না..

Click to know the details of:

Read Full Article

Amar Aguner Chhai is the song from the movie Mon Jaane Na. Lyrics were written By Prasen. Music is Composed by Lincon.This song is sung by Raj Burman.

Also, check Mon Jaane Na Video Songs

  • Singer– Raj Burman
  • Music – Lincon

Lyrics – Prasen

Amar Aguner Chhai Lyrics

আমার আগুনের ছাই জমে জমে,
কত পাহাড় হয়ে যায়।
আমার ফাগুনেরা দিন গোনে গোনে,
আর উধাও হয়ে যায়।

যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।

টোরি তো কাছে চাই পুরোনো কথা টাই,
শুনতে আবার করে ও..
এমনও যদি হয়, মনেরা নদী হয়,
ভাসাবো অনেক দূরে..

যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।

ফেরাবো তোকে আর চেনাবো তোকেই,
পৃথিবী নতুন করে।
মেলাবো তোকে আজ আমার রঙেতেই,
বসাবো নতুন সুরে।

যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।

Also, Watch Online:

  1. Namma Veetu Pillai full movie download
  2. watch Uriyadi Tamil movie online
  3. Ee nagaraniki Emaindi movie download
  4. Kaithi full movie online
  5. Shadaa movie download
Read Full Article

Keno Je Toke is the song from the movie Mon Jaane Na. Lyrics were written By Prasen. Music is Composed by Dabbu.This song is sung by Raj Burman.

Also, check Mon Jaane Na Video Songs

  • Singer– Raj Burman
  • Music – Dabbu
  • Lyrics – Prasen

    Keno Je Toke Lyrics

    দেখলে তোকে, বদলায় দিন
    বদলায় রাত, বদলায় ঘুম
    সঙ্গে সময়।
    সন্ধ্যে হলে, বন্ধ ঘরে
    মনে পড়ে তোরই কথা এমনই হয়।

    কেন যে তোকে পাহারা,
    পাহারা দিল মন।
    কেন রে এতো সাহারা,
    সাহারা সারাদিন।
    কেন যে তোকে পাইনা,
    পাইনা মনে হয়, সারাটা দিন (x2)

    চাঁদেরই ঝর্ণা যেমন ভেজায় পাহাড়
    ততটা আদোর আছে তোকে দেওয়ার।
    দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁওয়ার।

    কেন যে তোকে পাহারা,
    পাহারা দিল মন।
    কেন রে এতো সাহারা,
    সাহারা সারাদিন।
    কেন যে তোকে পাইনা,
    পাইনা মনে হয়, সারাটা দিন (x2)

    মনেরা মনের কথা যেই শেখালো
    মুখেরা দু’চোখ বুজে তাল মেলালো।
    তোরই তো রাস্তা ধরে মন পালালো।

    কেন যে তোকে পাহারা,
    পাহারা দিল মন।
    কেন রে এতো সাহারা,
    সাহারা সারাদিন।
    কেন যে তোকে পাইনা,
    পাইনা মনে হয়, সারাটা দিন (x2)

Read Full Article

Lagena Eka Mon is the song from the movie Tui Amar Rani. Lyrics were written By Dipankar. Music is Composed by Indra. This song is sung by Raj Burman.

Also, check Tui Amar Rani Video Songs

  • Singer– Raj Burman
  • Music – Indra
  • Lyrics – Dipankar

Lagena Eka Mon Song Lyrics

জানী, আমির তুই কে আমর
তাই তো আবারো ঘোয়ার হাওভার!

জানী, আমির তুই কে আমর
তাই তো আবারো ঘোয়ার হাওভার!
টোক, চুটি চৈচে দেদার
নূর রখা প্রসন্ন হাজ্জ

কোতো দেখেচে দেখেচি তোর নাম
ওরকন দোয়ারে অরি দুজন

Lagena, lagena eka mon
লাঙ্গেন আবার ভলো আর ইখোন
লাগেনা, ল্যাগেন ওরে ছেলে
আ বুকে কানো জে জালা টর

বোজেনা চখের জাওয়ার
বয়ে চলে গেলো!

বোজেনা চখের জাওয়ার
বয়ে চলে গেলো!
জোডি জেটে হোয়ে আমায় ভুলিয়ে
কোথাও হরিয়েই আয়েভভ
ওভভ রাখো কোথায়ে নিজেক কোরে গোপন

দোর দারিআআআআআআ দুজন
Lagena, lagena eka mon
লাঙ্গেন আবার ভলো আর ইখোন
লাগেনা, ল্যাগেন ওরে ছেলে
আ বুকে কানো জে জালা টর

Also, Watch the latest movies:

 

Read Full Article

Shanto Hou is the song from the movie Vinci Da. Lyrics were written By Anupam Roy. Music Composed by Anupam Roy. This song is sung by Anupam Roy.

Also, check Vinci Da Video Songs

  • Singer– Anupam Roy
  • Music – Anupam Roy
  • Lyrics – Anupam Roy

Shanto Hou Lyrics

এতো ছটফট করছো কেনো ?
আমার দিকে তাকাও।
কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?
এসো বসো শুনি তোমার অভিজ্ঞতার কথা বলো,
এতদিনে জীবন তোমায় কি শেখালো।

ঘাসের সবুজ ছিটকে আসছে,
ভেজা মাটির গন্ধ টানছে।
প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..

ধারালো রোদে, এসে দাঁড়ালে
এখানে শুধু নীরবতা।
তোমার পরিচয়, হাওয়ায় ওড়ালে
নিজেকে হারিয়ে ফেলোনা।

তোমার এপিটাফ লিখেছে যারা
তারা পুরোটা জানে না।
যখন আকাশে, পেয়েছো সাড়া
ধৈর্য্য হারিয়ে ফেলো না, ফেলো না..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..

এতো ছটফট করছো কেনো ?
আমার দিকে তাকাও।
কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?
ঘাসের সবুজ ছিটকে আসছে,
ভেজা মাটির গন্ধ টানছে।
প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..

Click here for the details of:

Read Full Article

Gas Balloon is the song from the movie Vinci Da. Lyrics were written By Anupam Roy. Music Composed by Anupam Roy. This song is sung by Anupam Roy.

Also, check Vinci Da Video Songs

  • Singer– Anupam Roy
  • Music – Anupam Roy
  • Lyrics – Anupam Roy

Gas Balloon  Song Lyrics

গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?
এখন স্টেশনে থামে না ঘুম রোজ
ভাবছি শুরু করবো কম্পোজ
কি করি ঠিক তুমি বলে দাও।

আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।

যতবার তোমার পাড়ায়  গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।

Also,Read

লোডশেডিং এ হাত পা ধুয়ে
ঝাল, নুন পেয়ারার গুঁড়ি ছুঁয়ে
ফিরবো কিনা তুমি বলে দাও।
ভাত এর ফ্যান উপচে পড়ুক
কোক এর ক্যান ঘামতে থাকুক
কোনটা আগে তুমি বলে দাও ?

আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।

যতবার তোমার পাড়ায়  গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।

গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?

Watch latest Movies 

 

 

Read Full Article