Category: Bengali Songs

Prem Tame Title Song Is Sung by Shreya Ghoshal. The song actors are Soumya Mukherjee, Susmita Chakraborty And Sweta Mishra. Music Composed by Shantanu Moitra And Prem Tame Title Track Lyrics Written by Anindya Chatterjee.

Prem Tame Title Track Lyrics In Bengali

চলছে না চলবে না
ভেজা মন টন গলবে না
যায় দিন সব নিজের মত কেটে

জ্বালছি না জ্বালবো না
এই মিথ্যে জাল বোনা
এলে আয় অন টাইমে কিংবা লেটে

ভুল ভালোবাসার ঢেউ
জানি আসবেনা তো কেউ
মন এক পা এক পা দু’পা হেঁটে
জানি বেকার সব প্রমিস
ব্যাকপ্যাকে গুছিয়ে দিস
মন আনচান এ

প্রেম টেম না না না
প্রেম টেম না না না
প্রেম টেম না না না

গেম টেম না না না
গেম টেম না না না
গেম টেম না না না

ইন্দ্রজাল টালমাটাল
ফ্রিতে ফুচকা খাওয়ার তাল
চুমুহীন এই যৌবন গেল জলে

দুঃখী সোল গন্ডগোল
এই পাতলা প্রেমের ঝোল
খুচরো পাপ, গেল পকেট থেকে গলে

ভালবাসা কারে কয়
সখী ঝোলাবে নিশ্চয়
মন এক পা এক পা দু’পা ফেলে

এই ব্যর্থ হবার ট্র্যাপ
ফাঁদ পাতছে যে হোয়াটসঅ্যাপ
মন আনচান এ

প্রেম টেম না না না
প্রেম টেম না না না
প্রেম টেম না না না

গেম টেম না না না
গেম টেম না না না
গেম টেম না না না

Also, Read: Ei Obelay Song Lyrics – Shironamhin Band

Prem Tame Title Track Lyrics in English

Cholche Na cholbe na
Veja mon ton golbe na
Jay din sob nijer moto kete

Jalchi na jalbo na
Ei mitthe jal bona
Ele ay on time a kingba late a

Vul valobasar dheu
Jani asbe na toh keu
Mon ek pa, ek pa du pa hente
Jani bekar sob promis
Backpack a guchiye dis
Mon anchan a

Prem tame na na na
Prem tame na na na
Prem tame na na na

Game tame na na na
Game tame na na na
Game tame na na na

Indrojal talmatal
Free te fuchka khaoar tal
Chumuhin ei joubon gelo jole

Dukhi soul gondo gole
Ei patla premer jhol
Khuchro pap gelo pocket theke gole

Valobasa kare koi
Sokhi jholabe nischoi
Mon ek pa ek pa du pa fele

Ei bertho hobar trap
Fad patche je whatsapp
Mon anchan a

Prem tame na na na
Prem tame na na na
Prem tame na na na

Game tame na na na
Game tame na na na
Game tame na na na

Read Full Article

Chol Choley Jaai Song Is Sung by Arijit Singh And Shreya Ghoshal from Bengali movie Ei Ami Renu Bengali. The song actors are Soham Chakraborty, Sohini Sarkar, Gaurav Chakrabarty, Kaushik Ganguly, Anindya Chatterjee and Alivia Sarkar. Music was composed by And Chol Choley Jaai Lyrics In Bengali Written by Rana Mazumder.

Chol Choley Jaai Lyrics in Bengali

চল চলে যাই
হাতে হাত রেখে
তুই আমি দুজনে
পুরোনো গান এর সুরে

চল চলে যাই
হাতে হাত রেখে
তুই আমি দুজনে
পুরোনো গান এর সুরে
চল চলে যাই

চল চলে যাই
জলপরীর দেশে
তোর আদর ছোয়ায় আমায়
লে আপন করে

চল চলে যাই
জলপরীর দেশে
তোর আদর ছোয়ায় আমায়
লে আপন করে
চল চলে যাই
চল চলে যাই

তোর বিদগ্ধ মনে
মহা সিন্ধু হারায়

তোর দুচোখ জুড়ে
প্রেম অঝোরো ধারায়

চল চলে যাই
তিন ভূবনের পারে
তোর যত চাওয়া পাওয়া
নে উজাড় করে

চল চলে যাই
চল চলে যাই
চলে যাই

Also, Read: Ei Obelay Song Lyrics – Shironamhin Band

Chol Choley Jaai Lyrics In English

Chol choley jaai
Hathe hath dhore
Tui ami dujone
Purono gaan er shurey

Chol choley jaai
Hathe hath dhore
Tui ami dujone
Purono gaan er shurey
Chol choley jaai

Chol choley jaai
Jolpori deshe
Tor aadhor choyai amay
Le apon kore

Chol choley jaai
Jolpori desh e
Tor aadhor choyai amay
Le apon kore
Chol choley jaai
Chol choley jaai

Tor bidogdho mone
Maha sindhu haray

Tor du chokh jurey
Prem ojhoro dharay

Chol chole jai
Tinn vuboner parey
Tor joto chowa paowa
Ney ujar kore

Chol choley jaai
Chol choley jaai
Choley jaai

Read Full Article

Ei Obelay Song is Sung by Sheikh Ishtiaque from Shironamhin Bangla Band. The music Tune by Kazy Ahmad Shafin And Ei Obelay Bengali Song Lyrics was written by Ziaur Rahman. The song Stars are Shironamhin Team, Nishat Farzana Sinthy, Prantar Dastider, And Aqsa Samara Karim. The Ei obelay is an official music song and it was 2M views on the youtube channel.

While this is certainly an acceptable way to feed your pet, the reality is some human foods aren’t good for a cat or dog to eat. Some foods are toxic to animals. So, your pet’s dietary needs are and which foods are safe and unsafe for your pet to eat click here.

Ei Obelay Song Lyrics In Bengali

এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।

Also, Read: Naam Na Jana Lyrics – Shreya Ghoshal

Read Full Article

Naam Na Jana Pakhi Lyrics from Ka Kha Ga Gha Bengali Movie The song is sung by Shreya Ghoshal and Arijit Singh Stars are Sourav Das, Saayoni Ghosh, Paran Bandhopadhyay, Kaushik Ganguly, Aparajita Addhya, Mir. Music composed by and Lyrics written by Anindya Chatterjee.

Dream League Soccer is one of the standout mobile football games. It is the latest installment from First Touch Games. Click here in this Dream League Soccer Guide, we will provide you with all the tips to kickstart your DLS journey in the best possible way.

NAAM NA JANA SONG LYRICS IN BANGLA

আজ এক নাম না জানা কোনো পাখি

ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো,

আজ এলো কোন অজানা বিকেল

গান দিলো গোধূলী এক দু মুঠো (x2)

তুমি যাবে কি ? বলো যাবে কি ?

দেখো ডাকছে ডাকলো কেউ,

তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ..

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)

আজ এক নাম না জানা কোনো হাওয়া
চোখ বুজে ভাবছে বেয়াদব ধুলো,
টুপটাপ বৃষ্টি ফোটা গেলো থেমে
ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো।

তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ,
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ..

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)

আজ যদি গল্প হয়
চুপচাপ রূপকথার
লাল নীল কমলা রোদ ক্যানভাসে,
আজ যদি বৃষ্টি হয়
যেন প্রানপনে ভিজবো খুব
রামধনু উঠবে ঠিক ফ্যান্টাসি।

তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ,
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ..

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)

Also, Read: Tor Hoye Jete Chai Lyrics – Asur And Jeet

Read Full Article

Tor Hoye Jete Chai Lyrics was Sung by Md irfan And Sayani Palit from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee, And Nusrat Jahan. The music was composed by Amit Mitra And the Song Lyrics In Bengali Written by Dipankar.

TOR HOYE JETE CHAI SONG LYRICS IN BENGALI

আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।

ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।

নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।

হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।

জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই..
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।

Also, Read: Amar Aguner Chhai Song Lyrics – Mon Jaane Na

Read Full Article

Neshar Nouka lyrics In Bengali Movie, Neshar Nouka lyrics is bangla sad song. Neshar Nouka song lyrics are given by Gogon Sakib and This Song Is Sung By Gogon Sakib. Tune Created by Gogon Sakib. Music composed by Jami Ul Hasan.

 

Song Details:-

  • Song: Neshar Nouka
  • Singer: Gogon Sakib
  • Lyrics: Gogon Sakib
  • Music: Jami Ul Hasan
  • Drone: Prince Samsul
  • Label: Samsul Official

Neshar Nouka Lyrics in Bangali

প্রিয়া প্রিয়া প্রিয়া আমায়
ব্যথা দিয়াছে
মনের মাঝে প্রিয়ার নাকি
অন্য কেউ আছে।
ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া
আমায় ধোকা দিয়াছে।
মনের মাঝে প্রিয়ার নাকি
অন্য কেউ আছে।
আরে মনের মাঝে প্রিয়ার
নাকি অন্য কেউ আছে।

তাইতো তারে ভুলতে আমি
নেশার নৌকা বাই
প্রতি রাইতেই নেশার নৌকায়
চান্দের দেশে যাই
ওরে সিগারেট ছোঁয়াই বারন
বলতিরে আমায় খুব
এখন আদর কইরা নেশা
আমায় রোজ বারায়রে ঘুম।
তাইতো তারে ভুলতে আমি
নেশার নৌকা বাই
প্রতি রাইতেই নেশার নৌকায়
চান্দের দেশে যাই
ওরে সিগারেট ছোঁয়াই বারন
বলতিরে আমায় খুব
এখন আদর কইরা নেশা
আমায় রোজ বারায়রে ঘুম।

ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া
আমায় ধোকা দিয়াছে।
মনের মাঝে প্রিয়ার নাকি
অন্য কেউ আছে।
আরে মনের মাঝে প্রিয়ার
নাকি অন্য কেউ আছে।

ওরে মিথ্যা অপবাদে প্রিয়া
করলোরে অপমান ।
হায়রে ঘুমের ঔষধ গুলাও
আইজরে করে অভিমান ।
ওরে নিকোটিনের ধোয়াই
এখন হইছেরে আপন ।
হঠাৎ শুনবি আমার গায়ে
জড়াইছে কাফন।
ওরে মিথ্যা অপবাদে প্রিয়া
করলোরে অপমান ।
হায়রে ঘুমের ঔষধ গুলাও
আইজরে করে অভিমান ।
ওরে নিকোটিনের ধোয়াই
এখন হইছেরে আপন ।
হঠাৎ শুনবি আমার গায়ে
জড়াইছে কাফন ।

প্রিয়া প্রিয়া প্রিয়া আমায়
ব্যথা দিয়াছে
মনের মাঝে প্রিয়ার নাকি
অন্য কেউ আছে।
ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া
আমায় ধোকা দিয়াছে।
মনের মাঝে প্রিয়ার নাকি
অন্য কেউ আছে।
আরে মনের মাঝে প্রিয়ার
নাকি অন্য কেউ আছে।

 

Click here to know the details of

Neshar Nouka Lyrics in English

Priya Priya Priya amay
betha diyache
moner majhe priyar
naki onno kew ache
ore Priya Priya Priya amay
dhoka diyache
moner majhe priyar naki
onno kew ache
moner majhe priyar naki
onno kew ache.

tai to tare vulte ami
neshar nouka bai
proti raitei neshar noukay
Chander deshe jay
cigarette choyay baron
bolitore amay khub
ador koira nesha amay
roj paray re ghum

priya Priya Priya amay
betha diyache
moner majhe priyar
naki onno kew ache
ore Priya Priya Priya amay
dhoka diyache
moner majhe priyar naki
onno kew ache
moner majhe priyar naki
onno kew ache.

o re mittha opobade Priya
korlo re opoman
ghumer oshudh gulai
ajaira kore oviman
nikotin er dhoyay ekhon
hoiche re apon
hothat sunbi amar gaye
joraiche kafon.

Priya Priya Priya amay
betha diyache
moner majhe priyar
naki onno kew ache
ore Priya Priya Priya amay
dhoka diyache
moner majhe priyar naki
onno kew ache
moner majhe priyar naki
onno kew ache.

 

Also, Read: Aloy Phera Hoyni Video Song – Bristi Tomake Dilam Movie

Read Full Article

Bibaho Obhijaan Full Movie Download, Song, Lyrics
Bibaho Obhijaan Full Movie Download, Song, Lyrics

Bibaho Obhijaan is a 2019 upcoming Bengali-language comedy-drama film, directed through Birsa Dasgupta, and produced via Shrikant Mohta and Mahendra Soni underneath the banner of Shree Venkatesh Films. The movie stars Ankush Hazra, Nusrat Faria, Rudranil Ghosh, and Sohini Sarkar have performed the lead roles in this film. Whereas the movie is releasing on June 21, 2019. The movie is about two pals Anupam and Rajat how their lives exchange after they get married. Below in this article, you could find the information about Bibaho Obhijaan Full Movie Download and where to Watch Bibaho Obhijaan Full Movie Online.

Bibaho Obhijaan Movie Review:

The Bibaho Obhijaan Movie story is not bad but expected in parts. Though that is not such a bad thing for funnyman prank, it the invention placing in the film that is especially entertaining. From protection to cold drinks, all find a place here and dilutes the essence of the film quite a bit. The music by Jeet Gannguli, especially the title track, is foot-tapping. The tight editing by Md Kalam impresses as he manages to wrap things up in two hours only.

Bibaho Obhijaan song lyrics in Bengali:

Bibaho Obhijaan Tittle Song lyrics, from Bengali Movie Bibaho Obhijaan. Debraj Bhattacharya, Anirban Bhattacharya is sung by Shovan Ganguly, music composed by Jeet Gannguli.

https://youtu.be/6-LKlwW5U2g

সানাই বাজাও জামাই সাজাও
কনের মুকুট খোলো মেরি জান ।
থাকবে কে আর, কুইন সে আর
জুটি ছাড়া সবাই সরে যান ।

সিন সিনাটি বুবলা বুথে
চাইছি বন্ধু, তোমায় ছুঁতে
পুরুত মশায় ফুরুৎ হলেই স্নান ।
পড়লো বগা কেমন ফাঁদে
ভোগে গেল সানডে মনডে
মশা মারতে দেগেছি কামান ।
বিবাহ অভিযান, বিবাহ অভিযান
বিবাহ অভিযান ।

তরবর তরবর আর পারিনা ।
ও মাইরি আর পারিনা, জান ।
তরবর নাটক স্যর করিনা
এ জীবন স্যর করিনা ।
বুবর বুবর স্যর করিন, জান ।

আরে হানিমুনে গেলে,
কে রে পাবে ছেলে ।
কত চালে হবে কত ধান ।
বিবাহ অভিযান, বিবাহ অভিযান
বিবাহ অভিযান ।

জবরদখল বাবা সকল
সেকেন্ড ইনিংস শুরু
মেরি জান ।
জমজমাটি শীতলপাটি
দেখলে হবে গুরু
মেরি জান ।

সব লুডোর এই ছক্কা পুটে
চাইছি বন্ধু তোমায় ছুঁতে
সিনেমাতে হিরো যেমন চান ।
লাভলি ম্যারেজ, গ্যারেজ ডিপো
জলিং পেঁপে কলিং টিপো
আল্টিমেটলি হবি কিছু ফান ।
বিবাহ অভিযান, বিবাহ অভিযান
বিবাহ অভিযান ।

Bibaho Obhijaan song lyrics in English:

Play the clarinet, decorate the groom, open the
bride’s crown, Mary.
Who else will be there, Quinn and
everyone except the couple move away. I am

looking for Sin Sinati in Bubla Booth
, my friend, take a
bath only if the old mosquito touches you .
How did Boga fall into the trap? I let the cannon kill the mosquitoes on
Sunday
and Monday.
Wedding Expedition, Wedding Expedition
Wedding Expedition.

I can’t do it anytime soon.
He can’t do it anymore, you know.
I don’t like sword drama, I don’t enjoy
this life.
Bubar Bubar Sir Karin, you know.

Hey, if you go on a honeymoon,
who will get a boy?
How much rice will be how much paddy.
Wedding Expedition, Wedding Expedition
Wedding Expedition.

The forcible father
started all the second innings
Mary knows. Guru Mary Jaan must have seen the
cool winter . I want to put all these sixes of Ludo, my friend, to touch you like a hero in a movie. Lovely Marriage, Garage Depot Jaling Papaya Calling Tipo Ultimately will be some fun. Wedding Expedition, Wedding Expedition Wedding Expedition.

Click Here for Bibaho Obhijaan Full Movie Download 

Read Full Article

Danay Jomeche Dhulo is the song from Bengali Movie Dotara, Also, Starring by the Dutta, Rajesh Sharma, Dipankar Dey, and Biswajit Chakraborty are in the lead role of the movie.

Song Details

Song: Danay Jomeche Dhulo
Film: Dotara
Singers: Shaan
Music: Shanku Mitra
Lyrics: Gautam Ghoshal
Director: Amitabha Dasgupta
Produced by: M/s Tapasi Dasgupta Communication

Also, Check the Dotara Movie Video Songs

Danay Jomeche Dhulo Song Lyrics

ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো

ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো

এখন বন্ধু ভীষণ
কাজল কাজল চোখ
তোমার সাথে তোমার শুধু
আমার কথা হোক
আবছা আলোর দেশে
আরেকটা মন মেশে অগোছালো
ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো

আমার এ মন জানে
অন্য কোনোখানে
হয়তো বাঁধছে বাসা
পাখির ভালোবাসা
ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো

সূর্য গেছে থেমে
তখন তিস্তা পাড়ে
তোমার কপাল ছুঁয়ে
লুকোয় অন্ধকারে
পাইনি শালের গায়ে
আবার আসবো কাল
লিখে গেল

ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো

Follow my blog with Bloglovin

Click here for the details of

Read Full Article

Tomar Pasher Desh is the song from Bengali Movie Bijoya, Also, Starring by the Abir Chatterjee, Jaya Ahsan, Kaushik Ganguly, and  Lama Halder are in the lead role of the movie.

Song Details

Song: Tomar Pasher Desh
Film: Bijoya
Singers: Arijit Singh
Music: Indraadip Das Gupta
Lyrics: Kaushik Ganguly
Director: Kaushik Ganguly
Produced by: Opera Movies

Also, Check the Bijoya Movie Video Songs

Tomar Pasher Desh Song Lyrics

তোমার পাশের দেশ,
তোমার পাশের বাড়ি ।
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি ।

ও সবই তো গল্পের বই
হাজার রঙের সুর,
চাঁদ থেকে রোদ্দুর-
মলাটের নাম ধরে ডাকে ।
তুমি তো ফিরে পেলে তাকে ।
আমি পেলাম কই?!

সবই তো গল্পের বই ।
পুতুল নাচের মতো
সারা গায়ে সুতো যত
আমি তো আসলে কেউ নই ।
মাঝির বসান এক চই ।
কখনো তোমার পাশে
মেঘলা আষাঢ় মাসে
কখনো একলা সরু গলি ।
ভোরের আজানে চোখ খুলি ।
বাতাসে সে হরিবোল কই?
আমি কি তোমার কেউ হই?

তুমিও তো গল্পের বই
তোমার পাশের দেশ,
তোমার পাশের বাড়ি ।
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি ।।

Click here to known where to Watch Bijoya Full Movie Online

Read Full Article

Tomar Moner Bhetor is the song from upcoming Bengali Movie Vinci Da, Also, Starring by the Rudranil Ghosh, Ritwick Chakraborty, and  Sohini Sarkar are in the lead role of the movie.

Also, check:

Song Details

Song: Tomar Moner Bhetor
Film: Vinci Da
Singers: Noble
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Director: Srijit Mukherji
Produced by: SVF Entertainment

Tomar Moner Bhetor Songs Lyrics

তোমার মনের ভেতর যাই,
মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন?

তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।

তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম, অপার হয়ে।

তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।

Click here to watch Vinci Da Movie Online.

Read Full Article