Ei Obelay Song is Sung by Sheikh Ishtiaque from Shironamhin Bangla Band. The music Tune by Kazy Ahmad Shafin And Ei Obelay Bengali Song Lyrics was written by Ziaur Rahman. The song Stars are Shironamhin Team, Nishat Farzana Sinthy, Prantar Dastider, And Aqsa Samara Karim. The Ei obelay is an official music song and it was 2M views on the youtube channel.
While this is certainly an acceptable way to feed your pet, the reality is some human foods aren’t good for a cat or dog to eat. Some foods are toxic to animals. So, your pet’s dietary needs are and which foods are safe and unsafe for your pet to eat click here.
Ei Obelay Song Lyrics In Bengali
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।
Also, Read: Naam Na Jana Lyrics – Shreya Ghoshal