Tor Hoye Jete Chai Lyrics

Tor Hoye Jete Chai Lyrics – Asur And Jeet

Tor Hoye Jete Chai Lyrics was Sung by Md irfan And Sayani Palit from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee, And Nusrat Jahan. The music was composed by Amit Mitra And the Song Lyrics In Bengali Written by Dipankar.

TOR HOYE JETE CHAI SONG LYRICS IN BENGALI

আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।

ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।

নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।

হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।

জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই..
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।

Also, Read: Amar Aguner Chhai Song Lyrics – Mon Jaane Na

You might also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *