“Maula Re” song lyrics from chaamp movie and it was written by Dev and directed by Raj Chakraborty. Music was composed by Jeet Gannguli and lyrics was penned by Anindya Chattopadhyay and the song was sung by Arijit Singh.
Youdem.TV is useful to tell about the latest technology, food, and travel, etc…
Maula Re Song Lyrics
ভাঙা-চোরা কষ্ট গুলো
হঠাৎ ভীর করে আসে ,
একা একা কান্না গুলো
আজ দেখি তারি পাশেই । – [ ২ বার ]
কে চোলে যায়
কি বলে যায় ,
যে ফিরে যায়
তাকে স্বপ্ন বলে যায় ।
মউলা রে, তুই যাস না ফিরে
মউলা রে , তুই যাস না ফিরে
মউলা রে , তুই যাস না ফিরে
মউলা রে , তুই যাস না ফিরে – [ ২ বার ]
যদি আসে অন্ধকার
সব জানালা বন্ধ-দ্বার ,
অন্ধকার , আলো নেই ।
কোথায় পাবো সে জীবন
হারিয়ে যাওয়া আপন জন
এই জীবন ভালো নেই ।
এলো-মেলো কান্না গুলো
তোমাকে ভুল করে ছুলো ,
চুপি চুপি কষ্ট গুলো
ভুলেছে স্মৃতির ধুলো ।
কে চোলে যায়
কি বলে যায় ,
যে ফিরে যায়
তাকে স্বপ্ন বলে যায় ।
মউলা রে, রে তুই যাস না ফিরে
মউলা রে, তুই যাস না ফিরে
মউলা রে, তুই যাস না ফিরে
মউলা রে, তুই যাস না ফিরে । – [ ২ বার ]
][ সমাপ্ত ][
Click here to known where to watch