Shanto Hou is the song from the movie Vinci Da. Lyrics were written By Anupam Roy. Music Composed by Anupam Roy. This song is sung by Anupam Roy.
Also, check Vinci Da Video Songs
- Singer– Anupam Roy
- Music – Anupam Roy
- Lyrics – Anupam Roy
Shanto Hou Lyrics
এতো ছটফট করছো কেনো ?
আমার দিকে তাকাও।
কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?
এসো বসো শুনি তোমার অভিজ্ঞতার কথা বলো,
এতদিনে জীবন তোমায় কি শেখালো।
ঘাসের সবুজ ছিটকে আসছে,
ভেজা মাটির গন্ধ টানছে।
প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..
ধারালো রোদে, এসে দাঁড়ালে
এখানে শুধু নীরবতা।
তোমার পরিচয়, হাওয়ায় ওড়ালে
নিজেকে হারিয়ে ফেলোনা।
তোমার এপিটাফ লিখেছে যারা
তারা পুরোটা জানে না।
যখন আকাশে, পেয়েছো সাড়া
ধৈর্য্য হারিয়ে ফেলো না, ফেলো না..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..
এতো ছটফট করছো কেনো ?
আমার দিকে তাকাও।
কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?
ঘাসের সবুজ ছিটকে আসছে,
ভেজা মাটির গন্ধ টানছে।
প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..
Click here for the details of:
Recent Comments