Parate Majhraate is the song from the movie Prem Amar 2. Lyrics were written By Fuad. Music is Composed by Fuad. This song is sung byImran Mahmudul.
Also, check Prem Amar 2 Video Songs
- Singer– Imran Mahmudul
- Music – Fuad
- Lyrics – Fuad
Nitol Paaye lyrics
মন ভাবে তারে, এই মেঘলা দিনে ।
শীতল কুয়াশাতে, তার স্পর্শে । (×2)
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে ।
চাঁদের অধর যেন
তোমার হাসির মাঝে ।
সোনালী আবেশ কবে
সাগর ধারে ।
হৃদয়ের মাঝে কবে
বেঁধেছিলে বাঁধন ।
কালো বাসা তবে কেন
মনের অগোচরে ।
তুমি কি আমায় বন্ধু
আজ কেন বোঝোনি ।
তুমি কি আমায় বন্ধু
কেন ভালোবাসোনি ।
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে ।
Also, Read about movie download websites:
Recent Comments