Keno Je Toke is the song from the movie Mon Jaane Na. Lyrics were written By Prasen. Music is Composed by Dabbu.This song is sung by Raj Burman.
Also, check Mon Jaane Na Video Songs
- Singer– Raj Burman
- Music – Dabbu
- Lyrics – Prasen
Keno Je Toke Lyrics
দেখলে তোকে, বদলায় দিন
বদলায় রাত, বদলায় ঘুম
সঙ্গে সময়।
সন্ধ্যে হলে, বন্ধ ঘরে
মনে পড়ে তোরই কথা এমনই হয়।কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
পাইনা মনে হয়, সারাটা দিন (x2)চাঁদেরই ঝর্ণা যেমন ভেজায় পাহাড়
ততটা আদোর আছে তোকে দেওয়ার।
দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁওয়ার।কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
পাইনা মনে হয়, সারাটা দিন (x2)মনেরা মনের কথা যেই শেখালো
মুখেরা দু’চোখ বুজে তাল মেলালো।
তোরই তো রাস্তা ধরে মন পালালো।কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
পাইনা মনে হয়, সারাটা দিন (x2)
Recent Comments