Gas Balloon Video Song – Vinci Da Movie

Gas Balloon is the song from the movie Vinci Da. Lyrics were written By Anupam Roy. Music Composed by Anupam Roy. This song is sung by Anupam Roy.

Also, check Vinci Da Video Songs

  • Singer– Anupam Roy
  • Music – Anupam Roy
  • Lyrics – Anupam Roy

Gas Balloon  Song Lyrics

গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?
এখন স্টেশনে থামে না ঘুম রোজ
ভাবছি শুরু করবো কম্পোজ
কি করি ঠিক তুমি বলে দাও।

আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।

যতবার তোমার পাড়ায়  গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।

Also,Read

লোডশেডিং এ হাত পা ধুয়ে
ঝাল, নুন পেয়ারার গুঁড়ি ছুঁয়ে
ফিরবো কিনা তুমি বলে দাও।
ভাত এর ফ্যান উপচে পড়ুক
কোক এর ক্যান ঘামতে থাকুক
কোনটা আগে তুমি বলে দাও ?

আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।

যতবার তোমার পাড়ায়  গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।

গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?

Watch latest Movies 

 

 

You might also like