Amake Amar moto thakte dao Song lyrics – Autograph Movie

Amake Amar moto thakte dao Song lyrics In Bengali

আমাকে আমার মত থাকতে
দাও
আমি নিজেকে নিজের মত
গুছিয়ে নিয়েছিআমাকে আমার মত থাকতে
দাও
আমি নিজেকে নিজের মত
গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা
সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবনতোমার এই দুনিয়ার ঝাপসা
আলোর
কিছু সন্ধ্যের গুড়ো
হাওয়া কাচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা
ভাসিয়ে দাও
দূরবীণে চোখ রাখবো,
না-না-না
না-না-না-না, না-না-না-নাএই জাহাজ মাস্তুল
ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা
খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি
খুঁজোনা আমায়
আশেপাশে আমি আর নেই

আমার জন্য আলো জ্বেলোনা
কেউ
আমি মানুষের সমুদ্রে
গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে
হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো,
না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল
ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না… না-না-না-না-না.না,
না-না-না-না… না,
না-না-না-না.
না… না-না-না-না-না.না,
না-না-না-না… না,
না-না-না-না.

তোমার রক্তে আছে স্বপ্ন
যত
তারা ছুটছে রাত্রি-দিন
নিজের মত
কখনো সময় পেলে একটু
ভেবো
আঙুলের ফাঁকে আমি কই

হিসেবের ভিড়ে আমি চাইনা
ছুঁতে
যত শুকনো পেয়াজ কলি,
ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে
ফুরিয়ে গেছি
বিলাসের জলে ভাসবো না
না না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল
ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
না… না-না-না-না-না.না,
না-না-না-না… না,
না-না-না-না.
না… না-না-না-না-না.না,
না-না-না-না… না,
না-না-না-না.
না… না-না-না-না-না.না,
না-না-না-না… না,
না-না-না-না.

you can find the list of bengali latest movie song lyrics

You might also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *