Kichchu Chaini Aami is the song from Bengali Movie Shah Jahan Regency, Also, Starring by the Abir Chatterjee, Parambrata Chatterjee, Anjan Dutt, Rituparna Sengupta, and Swastika Mukherjee are in the lead role of the movie.
Song Details
Song: Kichchu Chaini Aami
Film: Shah Jahan Regency
Singers: Anirban Bhattacharya
Music: Prasen
Lyrics: Dipangshu Acharya
Director: Srijit Mukherji
Produced by: SVF Entertainment and Matchcut Productions Pvt.Ltd
Also, Watch movies in Online:
Kichchu Chaini Aami Song Lyrics
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
না-না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে।
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে। – [ ২ বার ]
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা।
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা।
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো
তোমারই দু’হাতে গেছি মরে।
বাসতে বাসতে ভালো
তোমারই দু’হাতে গেছি মরে।
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে।
খুঁজেছি তোমার…
Click here for the details of where to Watch Shah Jahan Regency Full Movie Online