Danay Jomeche Dhulo is the song from Bengali Movie Dotara, Also, Starring by the Dutta, Rajesh Sharma, Dipankar Dey, and Biswajit Chakraborty are in the lead role of the movie.
Song Details
Song: Danay Jomeche Dhulo
Film: Dotara
Singers: Shaan
Music: Shanku Mitra
Lyrics: Gautam Ghoshal
Director: Amitabha Dasgupta
Produced by: M/s Tapasi Dasgupta Communication
Also, Check the Dotara Movie Video Songs
Danay Jomeche Dhulo Song Lyrics
ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো
ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো
এখন বন্ধু ভীষণ
কাজল কাজল চোখ
তোমার সাথে তোমার শুধু
আমার কথা হোক
আবছা আলোর দেশে
আরেকটা মন মেশে অগোছালো
ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো
আমার এ মন জানে
অন্য কোনোখানে
হয়তো বাঁধছে বাসা
পাখির ভালোবাসা
ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো
সূর্য গেছে থেমে
তখন তিস্তা পাড়ে
তোমার কপাল ছুঁয়ে
লুকোয় অন্ধকারে
পাইনি শালের গায়ে
আবার আসবো কাল
লিখে গেল
ডানায় জমেছে ধুলো
চেনা পথ এলোমেলো
হঠাৎ অচেনা হাওয়ায়
নরম রোদের আলো উড়ে এলো
Click here for the details of