Tomar Moner Bhetor Video Song-Vinci Da Bengali Movie

Tomar Moner Bhetor is the song from upcoming Bengali Movie Vinci Da, Also, Starring by the Rudranil Ghosh, Ritwick Chakraborty, and  Sohini Sarkar are in the lead role of the movie.

Also, check:

Song Details

Song: Tomar Moner Bhetor
Film: Vinci Da
Singers: Noble
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Director: Srijit Mukherji
Produced by: SVF Entertainment

Tomar Moner Bhetor Songs Lyrics

তোমার মনের ভেতর যাই,
মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন?

তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।

তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম, অপার হয়ে।

তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।

Click here to watch Vinci Da Movie Online.

You might also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *