Amar Aguner Chhai is one of the sad Bengali Songs from the movie Mon Jaane Na. The music of this song given by Lincon, sung by Raj Barman and lyrics is written by Prasen. Whereas, this Bengali movie has received a good response from the audience. Check below Amar Aguner Chhai Lyrics in Bengali.
Amar Aguner Chhai Bengali Lyrics
আমার আগুনের ছাই জমে জমে,
কত পাহাড় হয়ে যায়।
আমার ফাগুনেরা দিন গোনে গোনে,
আর উধাও হয়ে যায়।
যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।
তোরি তো কাছে চাই পুরোনো কথা টাই,
শুনতে আবার করে ও
এমনও যদি হয়, মনেরা নদী হয়,
ভাসাবো অনেক দূরে ।
যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।
ফেরাবো তোকে আর চেনাবো তোকেই,
পৃথিবী নতুন করে।
মেলাবো তোকে আজ আমার রঙেতেই,
বসাবো নতুন সুরে।
যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।
Also check where Watch Mon Jaane Na Full Movie