Mukherjee Dar Bou Bengali Movie Song & Lyrics – Kobe Ashbe Bengali Video Song, Lyrics

Kobe Ashbe is a sad song from the Bengali Movie Mukherjee Dar Bou. Whereas, the music is given by Indraadip Das Gupta, and sung by Isan Mitra. This does have a good acoustic feel to this songs makes you listen to the song again and again. Also, the movie is expected to great in the Bengali Box Office collection. To get information about all industries movie visit on movie rater. Below, you will find Kobe Ashbe song lyrics.

 

Kobe Ashbe Bengali Lyrics

কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।

এই আলগা বুকের ভেতর,
শুধু ঝরছে আদর, আদর।
কে যে ডাকছে আমার কিনারায়,
এভাবে ডেকোনা ইশারায়।

দূরে আকাশ পরীর,
জ্বরে পুড়লো শরীর।
সে তো তারায় জাগে
তারও একা লাগে।
মেঘে মেঘে অগোছালো।

কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।

কাটে দিন বাঁধা গতে,
সাহসী বারাত হাঁটে সারারাত পথে পথে।
হাসে চাঁদ চেনা ঠোঁটে,
ছায়ার হরিণ, ভারী অমলিন কেঁপে ওঠে।

দূরে আকাশ পরীর,
জ্বরে পুড়লো শরীর।
সে তো তারায় জাগে
তারও একা লাগে।
মেঘে মেঘে অগোছালো।

কবে বসবে পাশে, কবে বাসবে ভালো।
আমি নীলচে ঝিলে নিরালায়,
দুচোখে নেভানো জানলায়।

Also, check where to Watch Mukherjee Dar Bou Full Movie

You might also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *